Logo
Logo
×

সারাদেশ

সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন: জয়নুল আবদিন

Icon

সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন: জয়নুল আবদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা নির্বাচনের রোডম্যাপ বানচালের চেষ্টা করছে পিআরের নামে জামায়াতসহ কয়েকটি দল।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন।

সোমবার সন্ধ্যায় উপজেলার ডমুরুয়া ইউপির গাজীরহাট বাজারে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পৃথক সভায় জয়নুল আবদিন ফারুক এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ১৬ বছর পর যখন হাসিনা পালিয়ে গেল আবার সেই ফ্যাসিস্টের জন্ম নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, এখন তারাই ভারতের এজেন্ট বাস্তবায়নে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ঢাকায় মিছিল করছে। এ দেশের মানুষ কোনো পিআর বোঝে না, জনগণ বুক উঁচু করে ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত নির্বাচনে ভোট দেবে।

জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে পিআরের কোনো নিয়ম নেই।

তিনি জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে বলেন, আপনারা তো আমাদের বন্ধু ছিলেন, বেগম খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন। দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে; আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর যাবত লন্ডন থেকে তারেক রহমান যে দলটিকে টিকিয়ে রেখে এ দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলছেন; ঠিক সে সময় জামায়াতসহ কয়েকটি দল পিআরের নামে দেশে নির্বাচনে শঙ্কা তৈরি করছে।

ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা আমিন উল্ল্যা বিএসসি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আলম মামুন, বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াছ, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক আবদুর হান্নান লিটন, ফারুক বাবুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম