Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপূজায় নারায়ণগঞ্জে নিরাপত্তার ঘাটতি নেই: ডিসি

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

দুর্গাপূজায় নারায়ণগঞ্জে নিরাপত্তার ঘাটতি নেই: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ২২৪ পুজামণ্ডপের সবগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবার নির্বিঘ্ন পুজা উৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।  

সোমবার বিকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বন্দরের লাঙ্গলবন্দে রাজঘাট দুর্গা মন্দির, প্রেমতলা স্বামী দ্বিগবিজয় ও চরশ্রীরামপুরের ব্রহ্মাউপাসনালয় পুজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার ওসি লিয়াকত আলী, বন্দর পূজা উদযাপন পরিষদের সভাপতি তারক দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম