Logo
Logo
×

সারাদেশ

এক ঢাই মাছের দাম ৫৯,৪৫০ টাকা!

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

এক ঢাই মাছের দাম ৫৯,৪৫০ টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর উজান থেকে জেলে সোনাই হালদারের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৫০০গ্রাম ওজনের একটি ঢাই মাছ। যার দাম হাঁকা হয়েছে ৫৯ হাজার ৪৫০ টাকা!

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা দৌলতদিয়ার মাছ বাজারের আড়তদার আনুখাঁর কাছ থেকে ঢাই মাছটি কিনে নেন। 

এ বিষয়ে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমি ১৪ কেজি ৫০০গ্রাম ওজনের ঢাই মাছটি ৪ হাজার ১শ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৪৫০ টাকা দিয়ে কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে একটু লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম