Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে অপপ্রচারের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পিএম

সোনারগাঁয়ে অপপ্রচারের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ

সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে উল্লেখ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ওই অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। 

মঙ্গলবার বিকালে মোগরাপাড়ার হাবিবপুর উপজেলা জামায়াতের শাখা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- সোনারগাঁ জামায়াতে ইসলামী দক্ষিণের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসাদুল ইসলাম মোল্লা জানান, উপজেলার পিরোজপুর ঝাউচরে শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের কর্মচারী হিসাবে ভাড়া করা মেসে বসবাস করত আবদুল হামিদ তুষার। সম্প্রতি তিনি স্থানীয় মাদক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। এ ঘটনায় মেস মালিক রাশেদুল ইসলাম বাড়ির মালিক আল আমিনের কাছে অভিযোগ করলে তুষারকে মেসের টাকা পরিশোধ করে চলে যেতে বলেন। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মালিকের ওপর চড়াও হন ভাড়াটিয়া তুষার। এতে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে মিথ্যা গল্প তৈরি করে একটি পত্রিকা মিথ্যা সংবাদ প্রচার করা হয় যে, জামায়াতের কর্মসূচিতে অংশ না নেওয়ায় দিনমজুরকে মারধর অথচ বাড়ির মালিক জামায়াতের কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেন। এটি তার মাদকের ব্যবসাকে আড়াল করার একটি ফন্দি। প্রকৃত ঘটনা জানানোর জন্যই জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের এ আয়োজন করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় পালটাপালটি অভিযোগ দায়ের করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম