সেনাবাহিনীর অভিযানে ১২৩ কেজি গাজা উদ্ধার, আটক ৩
খিলক্ষেত (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে ১২৩ কেজি গাজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার উপজেলার মুড়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সাব্বিরের সহযোগী আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) ও হৃদয় (২৮)।
গোয়েন্দা সূত্র জানায়, সাব্বির মুড়াপাড়া এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করেছে- এমন সংবাদ পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী।পরে আটককৃতদের কাছ থেকে ১২৩ কেজি গাজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
