ঝিনাইদহে বাস-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ দুজনের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের আঠারোমাইল নামক স্থানে বাস ও ইঞ্জিনচালিত ভ্যান-রিকশার সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সদর উপজেলার নগরবাথান গ্রামের ভ্যানচালক নজরুল ইসলাম ও লেবুতলা গ্রামের শিশু শিফাত। আহত হয়েছেন শিফাতের দাদা।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় জানান, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী মন্ডল পরিবহণ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যান-রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও শিফাতের মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন সড়ক অবরোধ করেন। মন্ডল পরিবহণ ফরিদপুর-মেহেরপুর রুটে চলাচলকারী বাস। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ধাক্কায় ভ্যান-রিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে গিয়ে পড়ে। এতে ভ্যানচালক ও যাত্রী শিশু শিফাতের মৃত্যু হয়। গুরুতর আহত হন শিফাতের দাদা। তার অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকার লোকজন ঘটনার পর সড়ক অবরোধ করেন। আলোচনার পর বিকাল ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকার লোকজন।
