Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে যৌতুকের টাকার জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম

সোনারগাঁয়ে যৌতুকের টাকার জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার দুপুরে অভিযুক্ত স্বামী ও বাড়ির লোকজন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে নিহত গৃহবধূর স্বামী ও তার পরিবারের সদস্যরা জড়িত রয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। 

শনিবার সকালে এ ঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ বাদী হয়ে ৪ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহত স্মৃতি রানী কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর এলাকার যতীশ চন্দ্র বর্মণের মেয়ে।

জানা যায়, তাদের ৭ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্মৃতি রানীর স্বামী সনজিৎ চন্দ্র বর্মণ, শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শাশুড়ি জোসনা রানী বর্মণ ও খালাতো বোন সরস্বতি চন্দ্র বর্মণ মিলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের টাকার জন্য তারা স্মৃতিকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। দাবিকৃত যৌতুকের টাকা থেকে তিন লাখ টাকা তাদের পরিশোধও করা হয়। বাকি দুই লাখ টাকার জন্য স্মৃতির ওপর নির্যাতন অব্যাহত রেখেছিল। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্মৃতি রানীর ভাই শ্যামুকে ফোনে যৌতুকের বাকি দুই লাখ টাকা দ্রুত পরিশোধ করার জন্য চাপ দেয় স্বামী সনজিৎ। দুই লাখ টাকা পরিশোধ না করলে এ সময় স্মৃতিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরেরদিন শুক্রবার সকালে স্বামী সনজিৎ ফোনে পুনরায় ওই টাকা দাবি করে এবং না দিলে সংসার না করার হুমকি দেয়। তারপর দুপুরে তারা খবর পান স্মৃতি রানীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। পরে স্মৃতির বাপেরবাড়ির লোকজন দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে সেখানে স্মৃতির লাশ দেখতে পান। পরে তারা স্মৃতির স্বামীর বাড়িতে গিয়ে ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।  

মামলার বাদী নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ জানান, তার বোনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর তারা বাড়ি-ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে। তার বোনের গলায় শ্বাসরোধ করে হত্যা করার স্পষ্ট দাগ দেখতে পেয়েছেন। তার বোনের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার আগেই স্মৃতির মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা তাদের নিশ্চিত করেছেন।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম