Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপির বুকলেট বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

সোনারগাঁয়ে বিএনপির বুকলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘আগামী অগ্রনায়ক’ শীর্ষক বুকলেট বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ঐতিহাসিক কাইকারটেক হাটে ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষের মাঝে এ বুকলেট বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নেতৃত্বে এ বুকলেট বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক রবিন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আবুল কালাম, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী জুলহাস, কাজী রোমেল, সাদ্দাম, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, আশিকুর রহমান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি  সৈয়দ কবির হোসেন, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মাহবুব হোসেন লিমান, সনমান্দী ইউনিয়ন যুবদলের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ নাঈম প্রমুখ।

বুকলেট বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল  বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেখানে দেশের স্বার্থ সেখানেই থাকবে বিএনপি। যেখানে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সেখানেই বিএনপি। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আমরা জনগণের স্বার্থবিরোধী এমন কোনো কাজ করবো না। আমরা সবসময় জনগণের পাশে থাকবো। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও সামাজিক মর্যাদার বাংলাদেশ। এই বাংলাদেশ পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে স্বমহিমায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম