Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের ব্যক্তিগত উদ্যোগে জরাজীর্ণ সড়ক সংস্কার

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের ব্যক্তিগত উদ্যোগে জরাজীর্ণ সড়ক সংস্কার

অতিবৃষ্টি, ভারি যানবাহন চলাচল ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকার ইসলামপুর রাস্তার পাথর, ইট, বালু, সুরকি ও মাটি সরে গিয়ে যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বিগত এক বছরে এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অটোরিকশা ও সিএনজি বেবিট্যাক্সি উল্টে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

এলাকাবাসী রাস্তাটি সংস্কারের ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে আবেদন করেও কোনো ফল পায়নি। অবশেষে বেহালদশায় পরিণত হওয়া মেঘনা শিল্পনগরী-ইসলামপুর রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। রাস্তাটির সংস্কার কাজ শুরু করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী-ইসলামপুর রাস্তা দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার শত শত লোকজন চলাচল করে। অতি বৃষ্টি, শিল্পপ্রতিষ্ঠানের ভারি যানবাহন চলাচল ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বিগত এক বছরে রাস্তাটির পাথর, ইট, বালু, সুরকি ও মাটি সরে গিয়ে যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিগত এক বছরে বিভিন্ন যানবাহন উল্টে গিয়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

জনগণের দুর্ভোগ নিরসনে রোববার সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারী রাস্তাটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শাহানুর, আল-আমিন, স্বপন মিয়া, রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ছাত্রদল নেতা আবু তাহের রিফাত, যুবদল নেতা শাহীন রেজা, হাসান বশরি ও আরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় ইসলামপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন বলেন, রাস্তাটির সংস্কার কাজ শুরু করায় আমরা খুবই আনন্দিত। রাস্তাটিতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকত। এ কারণে গর্তে পড়ে বিভিন্ন যানবাহন উল্টে গিয়ে নারী-শিশুসহ সাধারণ যাত্রীরা আহত হতো। এখন এলাকাবাসী অন্তত কিছুটা হলেও স্বস্তি পাবে।

বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান বলেন, ইসলামপুর গ্রামের রাস্তার বেহালদশা ও সাধারণ মানুষের চলাচলে অসহনীয় দুর্ভোগ দেখে সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে তিনি নিজের ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছেন। একজন রাজনীতিবিদ হিসেবে জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য। রাস্তাটির সংস্কার কাজ শেষ হলে মেঘনা শিল্পনগরী ও ইসলামপুর গ্রামের শিক্ষার্থী ও শত শত শ্রমিক, কর্মচারীসহ সাধারণ জনগণের  দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম