নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
যশোর ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোরে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে সাজ্জাদ হোসেন নামে এক শ্রমিক মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে শহরের শাহ আব্দুল করীম সড়কের রূপকথা মোড়ে এ ঘটনা ঘটে।
সাজ্জাদ হোসেন (২৮) যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আজগর হোসেনের ছেলে। তিনি একসেনচিউর নীলাচল টাওয়ার নামে একটি ভবনে রডমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীরা জানান, সুরক্ষা সামগ্রী ছাড়ায় সাজ্জাদ হোসেন কাজ করছিলেন। এ সময় তার মাথায় হেলমেট বা নিরাপত্তা বেল্ট ছিল না। ফলে নিচে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।
নূর আলম নামে এক রাজমিস্ত্রি জানিয়েছেন, সাজ্জাদ রডমিস্ত্রির কাজ করতেন। তবে দুর্ঘটনার সময় তিনি ক্রেন চালাচ্ছিলেন এবং ভবনের ১০ তলায় বালু তোলা এবং ময়লা নামানোর কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে ক্রেন স্পর্শ করলে শক লেগে তিনি নিচে পড়ে যান।
সাজ্জাদের ছোট ভাই নয়ন হোসেন বলেন, সুরক্ষা পোশাক ছাড়াই ১০ তলার উপর কাজ করছিলেন সাজ্জাদ। মালিকপক্ষ নিরাপত্তা বেল্ট ছাড়া আর কোনো সামগ্রী দেয়নি বলেও অভিযোগ তার।
সম্রাট হোসেন নামে স্থানীয় এক দোকানি বলেন, দীর্ঘদিন ধরে ভবন নির্মাণের কাজ চলছে। এখন কাজ শেষের পথে; কিন্তু আমরা কখনই শ্রমিকদের নিরাপত্তা পোশাক পরতে দেখিনি। যদি নিহত শ্রমিকের মাথায় হেলমেট থাকতো, তাহলে হয়তো তিনি বেঁচে যেতেন।
নির্মাণাধীন নীলাচল টাওয়ারের ম্যানেজার মাহবুব হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা নিহত শ্রমিকের পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করব।
শ্রমিকদের নিরাপত্তা পোশাক না থাকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা রয়েছে। এখন কোনো শ্রমিক যদি তা ব্যবহার না করেন তাহলে কী বলার আছে!
কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
