Logo
Logo
×

সারাদেশ

এসির আউটডোরে আটকা শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম

এসির আউটডোরে আটকা শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় আবাসিক মাদ্রাসার এসির আউটডোরে আটকাপড়া মো. রায়হান নামের ১০ বছরের শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

রোববার টোরাগড় এলাকার আল ইহসান মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা হাবিব উল্যাহ জানান, এ মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। সকাল ৯টায় ঘুমানোর সময়। সবাই যখন ঘুমে তখন রায়হান এখানে কিভাবে চলে যায় কেউ বলতে পারে না। তবে ধারণা করা হচ্ছে সে পালাতে গিয়ে সেখানে আটকে পড়েছে। মাদ্রাসার শিক্ষকরা রায়হানকে নামাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।

শিশুর মা মাহমুদা বেগম বলেন, দুই দিন আগে রায়হানকে এ মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করা হয়। সকালে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ফায়ার সার্ভিসের সদস্যরা রয়হানকে সুস্থ অবস্থায় উদ্ধার করায় কৃতজ্ঞতা জানান তিনি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে শিশুটি সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, ঘটনার সময় আমি পাশেই একটা অনুষ্ঠানে ছিলাম। ঘটনাটি দুঃখজনক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম