সোনারগাঁয়ে মার্কেট মালিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগ
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মার্কেট মালিককে প্রতিপক্ষ গ্রুপের লোকজন মারধর ও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার সকালে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় হাজী সুলতান মার্কেটের মালিক মুজিবুর রহমানকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় সোমবার সকালে মুজিবুর রহমানের ছেলে মোহাম্মদ শাহীনুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ব্যস্ততম বৈদ্যেরবাজার এলাকায় হাজী সুলতান আহমেদের ছেলে মো. মুজিবুর রহমান তার চাচার কাছ থেকে ৩০ শতাংশ জমি ক্রয় করে মার্কেট নির্মাণ করেন ও দোকান ভাড়া দিয়ে ভোগদখল করে আসছিলেন।
ওই জমি থেকে ১০ শতাংশ জমি মার্স ফিড নামের একটি পশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ম্যানেজার মো. জসীমউদ্দিন তার নিজের জমি বলে মালিকানা দাবি করেন। এ ঘটনায় মুজিবুর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। এ অবস্থায় রোববার সকালে মুজিবুর রহমান মার্কেটের দোকান ভাড়া তুলতে গেলে স্থানীয় বিএনপি কর্মী মোতালেব হোসেনের ছেলে রাসেল মিয়াকে সঙ্গে নিয়ে জসিমউদ্দিন তাতে বাধা দেন। এ নিয়ে তর্ক-বির্তকের একপর্যায়ে রাসেল মিয়া ব্যবসায়ী মুজিবুর রহমানকে মারধর করেন। পরবর্তীতে দোকানে ভাড়া তুলতে গেলে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেন।
ভুক্তভোগী মুজিবুর রহমান জানান, তিনি জমি ক্রয় করে নামজারি করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। জসিমউদ্দিন ওই জমি কোম্পানির দাবি করে দোকান ভাড়া তুলতে বাধা দেন। একপর্যায়ে জসিমউদ্দিন ও রাসেল তাকে মারধর করেন। পুনরায় দোকানের ভাড়া তুলতে গেলে মেরে লাশ গুম করবে বলে হুমকি প্রদান করেন।
মুজিবুর রহমান আরও জানান, বিভিন্ন সময়ে তার মার্কেটে এসে তারা দোকানপাট ভাঙচুরের চেষ্টা করেন। এ জমি নিয়ে বর্তমানে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি কর্মী রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এ জমি মার্স ফিড কোম্পানির ক্রয়কৃত জমি। কোম্পানির লোক দোকান ভাড়া তুলতে তাকে বাধা দিয়েছে। ওই সময়ে তিনি সঙ্গে ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত মার্স ফিডের ম্যানেজার জসিমউদ্দিন দাবি করেন মুজিবুর রহমানের সঙ্গে তার দেখা হয়নি। তিনি বাইরের লোক। মার্স ফিডে চাকরি করেন। মুজিবুর রহমান একজন সম্মানিত ব্যক্তি। তাকে মারধর বা হত্যার হুমকি দেওয়ার প্রশ্নেই উঠে না। তবে রাসেল স্থানীয় লোক। তার সঙ্গে কিছু হয়েছে কিনা আমার জানা নেই।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, মার্কেট মালিককে মারধর ও হত্যার হুমকির বিষয়ে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
