Logo
Logo
×

সারাদেশ

মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম

মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পর্শ মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।

ছোট বিনাইরচর শফির বাড়ির ভাড়াটিয়া আক্কাস আলী জানান, পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর এলাকার শফির বাড়িতে ভাড়া থাকতেন রোজিনা বেগম। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আক্কাস আলীর নাতনি সুরভি (১৬) বাড়ির ছাদে গেলে বিদ্যুৎস্পর্শ হয়। সুরভীকে বাঁচাতে মা রোজিনা (৩৫) এগিয়ে গেলে রোজিনা বিদ্যুৎস্পর্শ হন। তাদের বাঁচাতে সুরভীর দাদি মাসুদা বেগম এগিয়ে গেলে তিনজনই বিদ্যুৎস্পর্শ হয়ে পড়েন।

স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। মেয়ে সুরভীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দাদি মাসুদা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম