Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় বিয়েবাড়িতে আগুন

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম

কুমিল্লায় বিয়েবাড়িতে আগুন

ছবি: যুগান্তর

কুমিল্লার বুড়িচংয়ে এক বিয়ে বাড়িতে আগুন লেগে ৫শ লোকের আয়োজন করা খাবার ও ২টি বসতঘর পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলায় আরাগ আনন্দপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে ২টি বসতঘর ও ২টি গোয়ালঘর, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন ও সাংগঠনিক সম্পাদক আবু নাসিম মুন্সি জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে নাজমুল ও নাছির উদ্দীনের দুটি ঘর ও এনামুলের মেয়ের বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল, রান্না করা খাবার, ঘরের ৩টি ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা হতে পারে। 

এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম