পার্বত্য চুক্তি বাস্তবায়ন জোরদার করতে হবে: সন্তু লারমা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১১:০৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে জোরদার করতে হবে। এ আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে তরুণ ছাত্র-যুব সমাজ, নারী সমাজ সবাইকে অধিকতরভাবে সামিল হতে হবে।
শুক্রবার (১০ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির ১৩তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানা ধরনের সুবিধাবাদিতা, পশ্চাৎপদ চিন্তা ঝেঁকে বসেছে। সেসব পেছনে ফেলে বৃহত্তর আন্দোলনকে সুসংগঠিত হতে হবে। জুম্ম নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের আমূল পরিবর্তন সাধন করতে হবে এবং তাদের বৃহত্তর আন্দোলনে সামিল করতে হবে।
সন্তু লারমা বলেন, শাসকগোষ্ঠী দমনপীড়ন, মিথ্যা মামলা দিয়ে আমাদের পার্টিকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। সেই সময় মহিলা সমিতির কার্যক্রম পরিচালনা কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি সদস্যদের জুম্ম জনগণের অস্তিত্ব রক্ষার সংগ্রামে যথাযথ ভূমিকা রাখতে হবে। আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ে তরুণদের বেশি এগিয়ে আসতে হবে।
‘সব ষড়যন্ত্র প্রতিহত করে ইস্পাতদৃঢ় জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলি, জুম্ম জাতির অধিকারের সনদ পার্বত্য চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন জোরদার করি’ আহ্বানে রাঙামাটির আশিকা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির ১৩তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সম্মেলনে মনি চাকমাকে সভাপতি, আশিকা চাকমাকে সাধারণ সম্পাদক, সুবিনা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ১৪তম কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি শ্রী ঊষাতন তালুকদার।
সম্মেলনে প্রধান অতিথি সন্তু লারমা ছাড়াও উদ্বোধক ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাবেক সভাপতি শ্রীমতি মাধবীলতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার। সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক শ্যামা চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মহিলা সমিতির সদস্য আশিকা চাকমা।
