সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- সাব্বির হোসেন (২৩) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার (১৯)। সাব্বির হোসেন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নূর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে বন্দর উপজেলার গোকুলদাসেরবাগ আনন্দ নগর এলাকার নবীর হোসেনের মেয়ে সিনথিয়া আক্তারের ২০২১ সালে প্রেমের সম্পর্ক হয়ে বিয়ে হয়। এরপর থেকে দুজনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্বের কারণে শুক্রবার রাতে তারা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
সাব্বিরের বড় বোন নূপুর আক্তার বলেন, শুক্রবার রাতে সাব্বির আমার বাসায় গিয়েছিল। খাবার খেয়ে চলে আসছে। পরে আত্মহত্যার খবর শুনে তাদের বাসায় এসেছি।
তিনি বলেন, গত ২০ দিন আগে গ্রামের পঞ্চায়েত বসে তাদের দুজনের দ্বন্দ্ব নিরসন করা হয়। এরপর তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না।
সিনথিয়া আক্তারের মা শাহের বানু জানান, রাতে তাদের মৃত্যুর খবর পেয়ে এখানে এসে রহস্যজনক মনে হয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার কারণ জানা যাবে।
