বন্ধুর বিয়েতে যাওয়ার পথে একজন হলেন লাশ, আরেকজন হাসপাতালে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম
নিহত যুবক মাহফুজুর রহমান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গায় বন্ধুর বিয়েতে যাওয়া হলো না দুই যুবকের। সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আহত আরেকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দুর্ঘটনায় বাসযাত্রীসহ আরও দুজন আহত হন।
শনিবার দুপুরে সদর উপজেলার জাফরপুরের বিজিবি হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মাহফুজুর রহমান সদর উপজেলার হাজরাহাটি গ্রামের হাজি ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ছিলেন। তার বন্ধু আহত তুহিন শেখ একই গ্রামের শাহীন শেখের ছেলে। তিনি হাসপাতালে ভর্তি আছেন।
পরিবারিক সূত্র জানায়, বন্ধুর বিয়ের দাওয়াতে যোগ দিতে দুই বন্ধু মোটরসাইকেলে দর্শনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন মাহফুজুর রহমান। ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গামুখী খান পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার জাফরপুরস্থ বিজিবি হাসপাতালের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ইজিবাইককেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান নিহত হন এবং আহত হন তার বন্ধু তুহিনসহ বাসের দুই যাত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। আমরা বাস, মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।
