Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীতে বিয়েবাড়িতে হামলা, আহত ৮

Icon

নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম

নোয়াখালীতে বিয়েবাড়িতে হামলা, আহত ৮

নোয়াখালীর বেগমগঞ্জ তুচ্ছ ঘটনায় বিয়েবাড়িতে হামলায় একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার (১১ অক্টোবর) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


এর আগে শনিবার বিকালে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুর রশিদ মোল্লার বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


অভিযোগে জানা যায়, আবদুর রশিদ মোল্লার ছেলে আলমগীর হোসেনের বৌভাত অনুষ্ঠান শেষে নবাগত মেহমান বিদায় জানাচ্ছিলেন পরিবারের লোকজন। এ সময় বাড়ির সামনের রাস্তায় গাড়ি দাঁড়ানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মসজিদ বাড়ির মোহাম্মদ আলীর পুত্র শামছুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শামছুর নেতৃত্বে তার ভাই হোসেন, মারুফসহ একদল সন্ত্রাসী আবদুর রশিদ মোল্লার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।


এ সময় তারা পিটিয়ে ও কুপিয়ে বৃদ্ধ আবদুর রশিদ মোল্লা, স্ত্রী সেলিনা আক্তার, পুত্র আমির হোসেন, বেলাল হোসেন, সহেল, আলমগীর, মেয়ে ফেরদৌসি, বেয়াইন নাসরিন আক্তারকে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়।


এ ঘটনায় আবদুর রশিদ মোল্লার পুত্র সহেল হোসেন বাদী হয়ে শামছু, তার ভাই হোসেন, মারুফসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছে।


এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি। মোবাইলে কল করলেও বন্ধ পাওয়া যায়।


বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম