Logo
Logo
×

সারাদেশ

মসজিদ থেকে মুসল্লিরা বের হলে দৌড়ে এসে কামড় দেয় শিয়াল, আহত ৭

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম

মসজিদ থেকে মুসল্লিরা বের হলে দৌড়ে এসে কামড় দেয় শিয়াল, আহত ৭

কুমিল্লার মুরাদনগরে মসজিদ থেকে মুসল্লিরা বের হলে দৌড়ে এসে একটি শিয়াল কামড়ে দেয়। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে ৭ জন। শনিবার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের  দড়িপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯),  মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনকে কামড় দেয়। পরে শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়ে সাতজনকে আহত করেছে। এ সময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই শিয়ালটিকে মেরে ফেলে।

এ ঘটনায় শিশুসহ ৭ জন আহতদেরকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উদ্ধার করে শনিবার রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের ভ্যাকসিন দেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাদেরকে বাড়িতে প্রেরণ করা হয় এবং পরবর্তী ভ্যাকসিনগুলো সময়মত নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দিয়ে বাড়িতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম