Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনের ফুট ট্রেইলে বাঘের বিচরণ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

সুন্দরবনের ফুট ট্রেইলে বাঘের বিচরণ

সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে (কাঠের তৈরি হাঁটার উঁচু পথ) একটি বাঘের বিচরণ দেখা গেছে। শনিবার বেলা ১১টার দিকে পর্যটন কেন্দ্রের ফুট ট্রেইলে বাঘটি বসে থাকতে দেখেন বনরক্ষীরা।

এ সময়ে ওই ফুট ট্রেইলে কোনো পর্যটক না থাকায় বাঘের আক্রমণের ঘটনা ঘটেনি। বনরক্ষীরা হাঁকডাক দিলে প্রায় আধাঘণ্টা পর বাঘটি বনের গহিনে চলে যায়।

এ সময় কিছু পর্যটক বাঘের ছবি ও ভিডিও তাদের মোবাইল ফোনে বন্দি করেন। সুন্দরবনের ফুট ট্রেইলে বাঘের বিচরণের এটিই প্রথম ঘটনা।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা কেন্দ্রটির ফুট ট্রেইলে বাঘটি দেখতে পান। পরে তাদের হাঁকডাকে কিছুক্ষণ পর বাঘটি বনের ভেতরে চলে যায়।

পরে বন কর্মকর্তা রেজাউল পর্যটকদের ধারণ করা ওই ভিডিওটি তার নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে  পড়া ২৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, একটি বাঘ কাঠের সাঁকোর মাঝখানে শান্তভাবে বসে আছে। কিছু সময় পর বাঘটি হাঁটা শুরু করে।

ডিএফও আরও বলেন, আগে থেকেই হাড়বাড়িয়া অংশে বাঘের অবাধ বিচরণ রয়েছে। হাড়বাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রের দিঘির পাড়ে প্রায়ই বাঘ দেখতে পাওয়া যায়। সুন্দরবনের কোনো ফুট ট্রেইলে এবারই প্রথম কোনো বাঘ দেখতে পাওয়া গেল। এখন প্রায়ই সুন্দরবনের বিভিন্ন স্থানে বাঘের দেখা মেলে।

তিনি আরও বলেন, সুন্দরবনে বাঘ আছে তা পর্যটকরা মুখে শুনে অভ্যস্ত। নিজের চোখে যদি সেই বাঘের দেখা মেলে, তাহলে অনুভ‚তি কি হতে পারে তা ভেবেই গা শিউরে ওঠার মতো। এভাবে যদি হঠাৎ করে পর্যটকদের সামনে বাঘ চলে আসে তাহলে তা দারুণ ভয়ের কারণ হয়ে ওঠে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্কতা অবলম্বন করে থাকি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম