Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে খাদ্য সংকটে অসুস্থ হয়ে পড়ছে অসংখ্য বানর

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম

চাঁদপুরে খাদ্য সংকটে অসুস্থ হয়ে পড়ছে অসংখ্য বানর

চাঁদপুর শহরের পুরানবাজার ও নতুনবাজারে অসংখ্য বানরের আস্তানা হলেও এখন এসব বন্যপ্রাণী বানরের দল খাদ্য সংকটে পড়েছে। দীর্ঘ দিন ধরে খাবারের অভাবে এসব বানর দিন দিন দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছে।

এদিকে এসব অসুস্থ ও অভুক্ত বানরের জন্য খাদ্য সহায়তা কিংবা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি কেউ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরে বাজারের বিভিন্ন দোকান থেকে খাবার সংগ্রহ করা বানরগুলো এখন আর ঠিকমতো খেতে পারছে না। এসব প্রাণী দোকানে বা বাজারে মানুষের কাছে খাবার পাচ্ছে না। বিশেষ করে বিকালের দিকে বাজারের আশেপাশে বানরের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা খাবারের জন্য মানুষের পিছু পিছু চলে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে তারা কনক্রিটের পট্টিতে পড়ে থাকা মিষ্টি ও ফলমূলের খোসা সংগ্রহ করে খাচ্ছে।

পুরানবাজারের ব্যবসায়ী শেখর পাল বলেন, বানরগুলো আগে অনেক সুস্থ ও শক্তিশালী ছিল, কিন্তু এখন তাদের মধ্যে অসুস্থতা বাড়ছে। বাজারের দোকানদাররা নিয়মিত তাদের খাবার দিলে তারা ভালো থাকত, কিন্তু এখন অনেকেই আর বানরদের খাবার দেয় না।  শুধুমাত্র পুরানবাজারে বানরের সংখ্যা হবে প্রায় তিন শতাধিক। এত বানরকে খাবার দেবে কে- এমনটি বললেন এ ব্যবসায়ী।

জেলা বনবিভাগ কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, বানরের জন্য কৃত্রিম খাবার ব্যবস্থা সম্ভব নয়। কৃত্রিমভাবে খাবার দিলে প্রতিদিন দিতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণে এখানে এ ধরনের কোনো বাজেট নেই।

এদিকে শহরের নতুনবাজার ও পুরানবাজারে বানরের খাদ্যের সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছে স্থানীয় পথ শিশু অধিকার সংগঠনগুলো।

স্থানীয় সমাজ সচেতন ব্যক্তিরা মনে করছেন, বানরের খাদ্যসংকট মেটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষদেরও কিছু দায়িত্ব রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম