Logo
Logo
×

সারাদেশ

মধু পাড়তে গিয়ে খতিবের মৃত্যু

Icon

নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পিএম

মধু পাড়তে গিয়ে খতিবের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে হাফেজ মাওলানা মো. নিজাম উদ্দিন (৩৫) নামের এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকালে উপজেলার খাজুরিয়া আবদুল মন্নান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা নিজাম উদ্দিন সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাতারপাইয়া পূর্বপাড়া গ্রামের গোফরান হাজীর নতুন বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব এবং খাজুরিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদরাসা শিক্ষক ছিলেন।

তিনি দীর্ঘ ১৭ বছর যাবত মিন্নাত আলী ব্যাপারি বাড়ি জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। তার ২ ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খাজুরিয়া ৩নং ওয়ার্ড মেম্বার মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাওলানা নিজাম উদ্দিন বিকাল সাড়ে ৩টার দিকে মধু সংগ্রহের খাজুরিয়া আবদুল মন্নান মিয়ার বাড়িতে একটি গাছে ওঠেন। এ সময় গাছের শুকনা ডালটি ভেঙে পুকুরপাড়ে ইটের উপর পড়ে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমানের সরকারি মোবাইল ফোনে কল দিলে ফোনটি রিসিভ করেন ডিউটি অফিসার। তিনি জানান, বিষয়টি কেউ থানার অবহিত করেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম