Logo
Logo
×

সারাদেশ

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩২ পিএম

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

নোয়াখালী সদরের একটি চরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর প্রধান আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। জসিমকে রোববার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

জসিম আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম নিঃসন্তান। তার স্বামী শহরে রিকশা চালান। সপ্তাহে একদিন বাড়িতে আসেন। গৃহবধূ পালিত কন্যাসন্তানকে নিয়ে বাড়িতে থাকেন। বুধবার রাতে জসিম উদ্দিন ও তার এক সহযোগী গৃহবধূর ঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এরপর জসিম গৃহবধূকে ধর্ষণ করে। একপর্যায়ে  জসিমকে চিনে ফেলায় সে ভিকটিমকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, সুধারাম মডেল থানায় মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম