দাউদকান্দিতে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ মৎস্য খামারি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তের গুলিতে এক মৎস্য খামারি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আমির হোসেন (৪৮) দাউদকান্দি উপজেলার মাইথরকান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার আমিরাবাদ দাউদকান্দি বাসস্ট্যান্ডের পাশে গৌরীপুর মৎস্য প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে।
আহতের ভাই বাদশা মিয়া জানান, রাত ৩টার দিকে আমার ভাইয়ের মালিকানাধীন গৌরীপুর মৎস্য প্রকল্পে ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা গুলি ছোড়ে। এতে আমার ভাইয়ের বাম পায়ে গুলি লাগে। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে বলেন, সকালে গুলিবিদ্ধ অবস্থায় আমির হোসেনকে জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। এ ঘটনা থানায় জানানো হয়েছে।
দাউদকান্দি থানা পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

