জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে জামায়াতের মানববন্ধন
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম
বুধবার সকালে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার পৌর সদরের নিউ মার্কেট মুক্তিযুদ্ধা চত্ত্বরে মানববন্ধন করেন।
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে দেবিদ্বার পৌর সদরের নিউ মার্কেট মুক্তিযুদ্ধা চত্ত্বরে এ মানববন্ধন করেন।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আমির ফেরদৌস আহাম্মদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি ও কুমিল্লা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া ও অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান, পৌর সেক্রেটারি ক্বারি ওয়ালিউল্লাহ, মুরাদনগর উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি নুরুল হুদা, শরীফুল ইসলাম সরকার, ওবায়দুল্লাহ মাহমুদ, মাওলানা রুহুল আমিন সরকার, পৌর সহকারী সেক্রেটারি জাকির হোসেন, বিল্লাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি তমিজ উদ্দীন, মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম মুন্সি, মুরাদনগর উপজেলা যুব বিভাগের সভাপতি জালাল উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়নের নেতারা।
