অসুস্থ সেজে হুইলচেয়ারে বসে জামিন প্রার্থনা, প্রতারণা বুঝতে পেরে কারাগারে প্রেরণ
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আদালতে অস্ত্র মামলার আসামিকে অসুস্থতা দেখিয়ে হুইলচেয়ারে বসে প্রতারণার মাধ্যমে জামিন নেন আসামি। পরে আদালতের বিচারক জেলা জজ সিসিটিভি ফুটেছে আসামির হেঁটে যাওয়ার দৃশ্য লক্ষ্য করেন।
এ ঘটনার তিন দিন পরে বৃহস্পতিবার ধার্য তারিখে ওই আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক।
আদালত সূত্রে জানা গেছে, রংপুরে পীরগাছা থানার জিআর মামলায় আনোয়ার হোসেন বাবু নামে এক ব্যক্তিকে অস্ত্র মামলায় গত ১৩ অক্টোবর জেলা জজ আদালতে হাজির করা হয়। এ সময় ওই আসামিকে আদালতের এজলাসে হুইলচেয়ারে এসে জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী।
বিচারক অসুস্থ এবং আসামি বৃদ্ধ হওয়ায় তাকে জামিন দেন। পরবর্তীতে ওই আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির সিসিটিভি ফুটেজ লক্ষ্য করেন হুইলচেয়ার ছেড়ে আসামি হেঁটে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছেন। পরে বিচারক প্রতারণার বিষয়টি জেনে দেখে ফেলেন।
এ ঘটনার তিন দিন পরে মামলার ধার্য তারিখে বৃহস্পতিবার আসামি আনোয়ার হোসেন বাবু পুনরায় অসুস্থ সেজে হুইলচেয়ারে বসে আদালতে হাজির হন। তার আইনজীবী মক্কেলের অসুস্থতার বিষয়টি আদালতে তুলে ধরে জামিন প্রার্থনা করেন। বিচারক আসামির জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, পীরগাছা থানায় দায়ের করা অস্ত্র মামলার আসামি। ৬৫ বছর বয়সী আনোয়ার হোসেন বাবু মেসার্স মাল্টিট্রেড ইন্টারন্যাশনাল আর্মস ডিলারের পরিচালক। তিনি রংপুর নগরীর কোতোয়ালি থানার মুলাটোল এলাকার বাসিন্দা। এর আগে তিনি হাইকোর্ট বিভাগ থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন।
জামিনের মেয়াদ শেষ হলে জেলা ও দায়রা জজ আদালতে গত ১৩ অক্টোবর তিনি রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত ওই আদেশ প্রদান করেন।
রংপুর জেলা জজ আদালতের পুলিশ ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন বাবু বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে হেঁটে এসে আদালতে ঢোকার মুহূর্তে হুইলচেয়ার ব্যবহার করে জামিন প্রার্থনা করেন। বিষয়টি বিচারক ফজলে খোদা মো. নাজিরের নজরে এলে তার নির্দেশে আসামিকে হেফাজতে নেওয়া হয় এবং পরে জেলহাজতে পাঠানো হয়।
