মেঘনায় পুকুরের ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মেঘনা উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ভাওরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে আবদুল্লাহ (৪) ও তার চাচা মকবুল হোসেনের ছেলে মাহিন (৩)। তারা দুজনই আপন চাচাতো ভাই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। বেশ কিছু সময় ধরে তাদের দেখা না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আমাদের কেউ এখনও বিষয়টি জানায়নি। কেউ অবগত করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
