শরিয়তপুরে চিরনিদ্রায় শায়িত হবেন মেট্রোর বিয়ারিং প্যাডে নিহত আবুল কালাম
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম
মেট্রোর বিয়ারিং প্যাডে নিহত আবুল কালাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অন্যদিনের মতো তিনি এলেন সিদ্ধিরগঞ্জে। তবে জীবিত নয়, লাশ হয়ে। এলেন শুধু আড়াই ঘণ্টার জন্যে। যে সিদ্ধিরগঞ্জে তিনি মসজিদে যেতেন নামাজ পড়তেন, সেই সিদ্ধিরগঞ্জে নামাজ পড়া হয়েছে। কিন্তু তিনি নামাজ পড়তে পারেননি। তার জানাজা পড়েছেন স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্খীসহ এলাকাবাসী। এর আগে তাকে গোসল করানো হয়েছে, কাফনের কাপড় পরানো হয়েছে। শেষে তার লাশ নিয়ে যাওয়া হয়েছে তার জন্মস্থান শরিয়তপুরের ঈশ্বর কাঠি এলাকায়।
ওপরের এ বর্ণনা রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের। রোববার দিবাগত রাত ৮টা ৫ মিনিটে তাকে বহনকারী এসি অ্যাম্বুলেন্স পৌঁছে সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায়। পরে তার ভাড়া বাসার পাশেই গোসল করানো হয়। এখানে কাপনের কাপড় পরানো শেষে নতুন আইলপাড়া বাইতুল ফালাহ মসজিদে নামাজে জানাজা হয় রাত সোয়া ১০টায়। রাত ১০টা ৩৫ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ছুটে চলে তার জন্মভিটা শরিয়তপুরের উদ্দেশ্যে।
আবুল কালামের নানা শ্বশুর বাড়ি সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায়। তার শ্বাশুড়ির বিয়ে হয় শরিয়তপুর জেলাতেই। তবে তিনি বসবাস করেন তার বাপের বাড়ির পাশেই। সেই সুবাধে মেয়ে ও মেয়ের জামাই আবুল কালাম গত দুই বছর যাবত সিদ্ধিরগঞ্জের রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। শ্বশুর বাড়ির পরিবারের অনেক সদস্য এখানে বসবাস করায় এবং সকলের আদরের জামাই হওয়ায় ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা থাকলেও সিদ্ধিরগঞ্জের বাসা থেকেই প্রতিদিন যাতায়াত করতেন ২ সন্তানের জনক আবুল কালাম।
গ্রামের বাড়িতে সোমবার সকালে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন আবুল কালামের স্ত্রীর বড় ভাই মো. আরিফ হোসেন।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।
