প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধামাচাপা দিতে মাতবরের হুমকি
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে ৭ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আর এ ঘটনাটি ধামাচাপা দিতে প্রত্যক্ষদর্শীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাতবর শাহজাহান মিয়ার বিরুদ্ধে।
এর একটি অডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আজিজ মিয়া (৫০) কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত শব্দর আলীর ছেলে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।
সরেজমিন জানা যায়, শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। গত এক মাস আগে শিশুটির মা তার বাবাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে বাবার সঙ্গেই থাকে সে। সোমবার দুপুরে শিশুটির বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় আজিজ মিয়া বাড়িতে ঢুকে শিশুটিকে জোরপূর্বক বসতঘরের পাশে থাকা রান্না ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে।
ঘটনাটি পাশের বাড়ির এক নারী দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কবির মিয়া জানান, আমি কাঁধে বাঁশ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই ৩ জন নারী আমাকে ডেকে বলেন রান্নাঘরে কিছু একটা হচ্ছে। তখন আমি ওই নারীদের সঙ্গে নিয়ে রান্নাঘরের দরজা খুলে দেখি শিশুটি তার প্যান্ট পড়ছে আর তার পাশেই বসে আছে আজিজ মিয়া।
কবির মিয়া আরও জানান, এ ঘটনাটি কারো কাছে না জানাতে স্থানীয় শাহজাহান নামের এক ব্যক্তি তার মোবাইল ফোনে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছেন।
ঘটনাটি ধামাচাপা দেওয়ার বিষয়ে জানতে শাহজাহানের মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত আজিজ মিয়া এর আগেও বেশ কয়েকটি শিশুকে যৌন নির্যাতন করেছেন। পরে টাকার বিনিময়ে সেই ঘটনাগুলোকে স্থানীয় সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য এসএম কবির লিটন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় যে জড়িত এবং যারা এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আমি তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, আমরা ঘটনাটি তদন্ত করছি। প্রমাণ পেলে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
