Logo
Logo
×

সারাদেশ

মাসব্যাপী ‘ফরিদগঞ্জ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

মাসব্যাপী ‘ফরিদগঞ্জ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

ছবি: যুগান্তর

সুশিক্ষিত জাতি গঠনে নৈতিক শিক্ষার গুরুত্বকে সামনে রেখে এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করার লক্ষ্যে শনিবার থেকে ফরিদগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট।

ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ছাত্রকল্যাণ ট্রাস্ট ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে এবং ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের বিশেষ প্রকল্প ম্যুরাল ইডোকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই টুর্নামেন্টের মাধ্যমে নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি তার বক্তব্যে খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি বলেন, একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে নৈতিকতার ভিত্তি অপরিহার্য। ছাত্রকল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। তিনি বলেন, ফুটবল যুবকদের মধ্যে শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও নেতৃত্ব গুণ তৈরি করে। আমি মনে করি, এর সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় একটি প্রগতিশীল সমাজ নির্মাণে সহায়ক হবে।

মাসব্যাপী এই টুর্নামেন্টে ফরিদগঞ্জের বিভিন্ন প্রান্তের দলগুলো অংশগ্রহণ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম