Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ায় ১৪০ টন কয়লাসহ আটক ২

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

হাতিয়ায় ১৪০ টন কয়লাসহ আটক ২

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও চারটি কার্গো বোটসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— উপজেলার চরকিং ইউনিয়নের কলাপাড়া গ্রামের দাসের হাটের জহিরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত ও চরঈশ্বর ইউনিয়নের ওছখালী বাজারের বেলাল হোসেনের ছেলে শাহেদ মিয়া 

সোমবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানাধীন টাংকির খালসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক চারটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন প্রায় ১৪০ টন কয়লা (মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা) ও দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, কয়লাগুলো চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়। পরবর্তীতে জব্দকৃত কয়লা, বোট ও আটক ব্যক্তিদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয় আইনি ব্যবস্থার জন্য।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম