নাটোর-৪ আসনে ধানের শীষের কাণ্ডারি আব্দুল আজিজ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।
সোমবার বিকালে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা নির্যাতিত এই নেতাকে দল থেকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করছেন। খবর পেয়ে দুই উপজেলার নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করতে ভিড় জমিয়েছেন।
