কুমিল্লা-৯ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালাম
লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম
লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামকে।
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করার কথা রয়েছে।
কুমিল্লা-৯ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় দীর্ঘ ২৬ বছর ধরে অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করছেন আবুল কালাম। দলের দুর্দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে ছিলেন সোচ্চার। গত ৫ আগস্টের পর থেকে নির্বাচনমুখী তৎপরতা জোরদার করেছেন। এছাড়াও তিনি সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয়, সাংগঠনিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন নিয়মিত।
পূজার সময় প্রত্যেক মণ্ডপে গিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের সাহস দিয়েছেন। চাঁদাবাজি, লুটপাট, দখলবাজির প্রশ্রয় দেননি তিনি।
লাকসাম উপজেলা যুবদলের নেতা ফখরুল ইসলাম পাটোয়ারী বলেন, ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের মধ্যেও লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে সক্রিয় রেখেছেন আবুল কালাম।
