Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার সাত আসনে ৬ প্রার্থী যারা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০১:১৬ এএম

বগুড়ার সাত আসনে ৬ প্রার্থী যারা

বগুড়ার ৬ মনোনীত প্রার্থী। ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনের মধ্যে ৬টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। 

সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

ঘোষণা অনুসারে বগুড়া-৬ (সদর) আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক এমপি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে গত অক্টোবরে তারেক রহমান দু‘দফা ফোনে ও রাজধানীর গুলশান কার্যালয়ে ডেকে ‘সবুজ সংকেত’ দেন। তাকে এলাকায় কাজ করার নির্দেশও দিয়েছিলেন। তবে এ আসনে প্রার্থীতা কেন স্থগিত রাখা হয়েছে, সে সম্পর্কে দলের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। অনেকের ধারণা, বগুড়া-২ আসনটি জোটের স্বার্থে বা সমমনা দলের কাছে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এ আসনে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে আসনটি দেওয়া হতে পারে। তিনি নিজ প্রতীক নিয়ে বিএনপি জোটের হয়ে ভোট করবেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক এমপি মোশারফ হোসেন জানান, বগুড়া-২ আসনে প্রার্থীর ব্যাপারে চেয়ারপারসনের সিদ্ধান্তই চূড়ান্ত। বগুড়ার ছয়টি আসনে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও অন্যদের নাম ঘোষণা করায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। 

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম