Logo
Logo
×

সারাদেশ

পাবনার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০১:৫৪ এএম

পাবনার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বিএনপির লোগো। ছবি: যুগান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। 

সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

এতে পাবনা-২ আসনে একেএম সেলিম রেজা হাবিব (দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি), পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন (কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি), পাবনা-৪ আসনে মো. হাবিবুর রহমান হাবিব (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা) এবং পাবনা-৫ আসনে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের (বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী) নাম ঘোষণা করা হয়েছে। 

এদিকে মনোনয়ন ঘোষণার পর সোমবার রাতে পাবনা শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।   

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম