বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এ দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না। ভবিষ্যতে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না।
সোমবার (৩ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর সৌদি বাংলা শপিং মলের সামনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণপ্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, সিদ্ধিরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। এলাকার শান্তি ও উন্নয়নের জন্য আমি জনগণের পাশে থাকতে চাই।
সমাবেশ শেষে হাজারো নেতাকর্মী নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদযাত্রা করেন। এ সময় মুক্তিনগর বটতলা, মাদানীনগর, নিমাইকাশারী ও সানারপাড় বাসস্ট্যান্ড পর্যন্ত পথযাত্রা শেষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বিএনপি ও অঙ্গসংগঠনের সাধারণ কর্মীরা এ সময় আজহারুল ইসলাম মান্নানকে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
গণপ্রচারণায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার ও সদস্য সচিব রেদোওয়ান হোসেন পাপ্পু প্রমুখ।
