বিএনপির মনোনয়ন তালিকায় নেই ফরিদপুর-১, ঝুলে গেল দুই নেতার ভাগ্য
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩শ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে তালিকায় নাম নেই ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের কোনো প্রার্থীর। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকে মনে করছেন, নাম ঘোষণা না করা আসনগুলো মিত্র দলগুলোর জন্য রাখা হতে পারে। যদিও এখনো মনোনয়নের আশা ছাড়েননি বিএনপির নেতারা।
বিগত ৮টি সংসদ নির্বাচনে এ আসনে সাতবার আওয়ামী লীগ ও বিএনপি একবার জয় পেয়েছে। শুধুমাত্র ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম বিজয়ী হয়েছিলেন।
ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেতে মরিয়া হয়ে মাঠে কাজ করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি সামসুদ্দিন মিয়া ঝুনু। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই দুই নেতা নিজ নিজ অনুসারীদের নিয়ে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করেছেন।
যদিও সবাই বলছেন, দল যাকেই প্রার্থী করবে, তার পক্ষেই কাজ করবেন।
সোমবার দিনভর বৈঠকের পর সন্ধ্যায় ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হয়।
ফরিদপুরের ৪টি আসনের মধ্যে ৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও ফরিদপুর-১ আসনে কোনো নাম ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, বিগত প্রায় ২৫ বছর পর এ আসনে বিএনপি প্রার্থীর জয়ের একটি পরিবেশ তৈরি হয়েছিল; কিন্তু এ আসনে ঘোষণা আসেনি। হয়তো বিএনপির শরিক দলের কাউকে এ আসনে মনোনয়ন দেওয়ার জন্য খালি রাখা হতে পারে। শোনা যাচ্ছে আন্দালিব রহমান পার্থর দল থেকে কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে। তাই যদি হয় তাহলে এ আসন থেকে চিরতরে বিএনপির নাম মুছে যাবে বলে নেতাকর্মীরা বলছেন। এতে লাভবান হবে জামায়াতের প্রার্থী। তারপরও আশাবাদী শরিক দলের কাউকে না দিলে আমিই পাব এ আসনের মনোনয়ন। আমি আশাবাদী।
বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি সামসুদ্দিন মিয়া ঝুনুর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
