শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অপু
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু মনোনয়ন পাওয়ায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, আমরা ডামুড্যা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ভাইয়ের নেতৃত্বে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করছি। আজ আমাদের দলীয় মহাসচিব এ আসনে নির্বাচন করার জন্য অপু ভাইয়ের নাম ঘোষণা করায় আমরা সব নেতাকর্মী খুবই খুশি এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনে অপু এ আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
