Logo
Logo
×

সারাদেশ

দুই ভাইয়ের বিরোধে সংঘর্ষ, আহত ১৫

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

দুই ভাইয়ের বিরোধে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে মো. সাত্তার ও মো. এমদাদুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি কেনাবেচা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে একখণ্ড জমি বিক্রি করলে বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিয়ে গ্রামে সালিশ বৈঠক বসে, তবে কোনো সমাধান হয়নি। পরদিন ভোরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ভবিষ্যতে যাতে পুনরায় সংঘর্ষ না ঘটে, সেই বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম