Logo
Logo
×

সারাদেশ

পুলিশের বাধা উপেক্ষা করে মনোনয়ন বঞ্চিত হান্নানের অনুসারীদের অবরোধ

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

পুলিশের বাধা উপেক্ষা করে মনোনয়ন বঞ্চিত হান্নানের অনুসারীদের অবরোধ

আসন্ন ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিতদের তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল থেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের অনুসারীরা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করেন।

তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। নেতাকর্মীদের হাতে লাঠিসোটাও দেখা যায়।

এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।

এদিকে দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে পুলিশ ও চাঁদপুরের ডিবি পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। যদিও কিছুক্ষণের মধ্যে পুনরায় বিক্ষুব্ধরা সড়ক দখল করে নেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

উল্লেখ্য, চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশীদকে মনোনয়ন দিয়েছে দলটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম