নান্দাইলে স্বজন সমাবেশের উদ্যোগে ৫০০ গাছের চারা বিতরণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ও উপজেলা বন বিভাগের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বিনামূল্যে গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকরা যুগান্তর স্বজন সমাবেশের এ কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হান উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামছুল হক, মো. হাবিবুল্লাহ, ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমান, জেবুন্নেছা দীপ্তি, আলফা হাসিনা লাকি, সালমা আক্তার, মিনা বেগম, নাজমীন আক্তার, রাকিবুল হাসান, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য আল আমিন সরকার, সাংবাদিক মো. শাহজাহান ফকিরসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
গাছের চারা বিতরণকালে সাংবাদিক মো. শামছ-ই-তাবরীজ রায়হান উপস্থিত শিক্ষার্থীদের বেশি বেশি করে গাছ লাগানোর জন্য আহ্বান করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি তা জীবের প্রাণ রক্ষায় অক্সিজেনের ভাণ্ডার হিসাবে তা অপরিহার্য বিষয়। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
