Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

Icon

যশোর ব্যুরো ও মণিরামপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় যশোরে রণজিত কুমার দাস (৪৯) ও পাপিয়া দাস (৪০) নামে এক দম্পতি নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের ঝিকরগাছা-মণিরামপুর সড়কের বাকোশপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণজিত কুমার দাস মণিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের অনন্ত কুমার দাসের ছেলে। নিহত রণজিতের ভাই জীবন কুমার দাস জানান, তার ভাই কলেজশিক্ষক, আর বৌদি স্বাস্থ্যকর্মী। কর্মস্থল ঝিকরগাছা থেকে তারা দুইজন নিজস্ব মোটরসাইকেলে মণিরামপুরে ফিরছিলেন। পথে উপজেলার বাকোশপুর বাজারে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডা. বিচিত্র মল্লিক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম