বান্দরবানে বিএনপির প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের একমাত্র আসনে বিএনপির পক্ষ থেকে সম্প্রতি মনোনয়ন পেয়েছেন বান্দরবান বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চলছে আনন্দের জোয়ার। এরই মধ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এই আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম।
বুধবার সন্ধ্যায় (৫ নভেম্বর) আবুল কালাম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি এ শুভেচ্ছা বার্তা পোস্ট করেন এবং আগামী নির্বাচন সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে- এটাই প্রত্যাশা করেন।
তার পোস্টটি সরাসরি নিচে দেওয়া হলো:
‘বর্ষীয়ান রাজনীতিবিদ ও বান্দরবানের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব সাচিং প্রু জেরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী নির্বাচন সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে- এটাই আমাদের প্রত্যাশা।’
এ নিয়ে জেলাজুড়ে আলোচনার তুঙ্গে রয়েছে এবং নেটিজেনরা ইতিবাচক দিক হিসেবে দেখছেন ভবিষ্যৎ বান্দরবান রাজনৈতিক অঙ্গন।
