Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরদীতে মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের ওপর হামলার অভিযোগ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

ঈশ্বরদীতে মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের ওপর হামলার অভিযোগ

পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করেছে বিএনপির একাংশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ঈশ্বরদী রেলগেট, বকুলের মোড় এবং আটঘরিয়া উপজেলার চাঁদভা ও খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেন। যেসব আসনে এবং যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা হলেন- পাবনা-২ আসনে একেএম সেলিম রেজা হাবিব (দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি), পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন (কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি), পাবনা-৪ আসনে মো. হাবিবুর রহমান হাবিব (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা) এবং পাবনা-৫ আসনে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী)।

এ মনোনয়ন ঘোষণার পর গত দুই দিন ধরে পাবনা-২, পাবনা-৩ ও পাবনা-৫ আসনে নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন; কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটে পাবনা-৪ আসনে।

এ আসনে জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করা হয়।

এতে মনোনয়ন প্রত্যাশী ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু বাদ পড়েন। মনোনয়ন ঘোষণার পরপরই পিন্টু তার ভেরিফায়েড ফেসবুক পেজে হাবিবুর রহমান হাবিবকে স্বাগত জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কিন্ত মঙ্গলবার মনোনয়নবঞ্চিত নেতার কয়েকজন সমর্থকের ওপর হামলা ও মারধরের অভিযোগ এনে মঙ্গলবার দিনে ও রাতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন পিন্টু সমর্থকরা।

জাকারিয়া পিন্টু বলেন, আমরা দলের নির্দেশনা মেনে নিয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম। অথচ বিভিন্ন স্থানে আমার দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। ধৈর্যের সীমা লঙ্ঘন করলে আমরা পাল্টা জবাব দিতে দ্বিধাবোধ করব না।

এসব বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য দেন- ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, সদস্য সচিব জাকির হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিসহ অন্যরা।

আটঘরিয়ার খিদিরপুর বাজারে উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক আহমেদ খানের নেতৃত্বে বিক্ষোভ ও সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন নেতাকর্মীরা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাবিবুর রহমান হাবিবের কয়েকজন সমর্থক বলেন, অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। হামলার মিথ্যা প্রচারণা চালিয়ে হীন স্বার্থ চরিতার্থ করতে চায় একটি মহল।

হামলার অভিযোগ মিথ্যা দাবি করে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, আমি এখন ঢাকায় অবস্থান করছি। হামলার কোনো ঘটনা ঘটেনি। আমি সবাইকে সঙ্গে নিয়ে সৌহার্দ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম