ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান মনিরুল হক চৌধুরীর
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে নিজ এলাকায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন তিনি। তাকে বরণ করতে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর, কোটবাড়ি বিশ্বরোড ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় হাজারও নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি নিয়ে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মনিরুল চৌধুরীকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
নিজ বাড়িতে এসে মনিরুল হক চৌধুরী বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনে কার্যক্রম সূচনা করেন।
উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর নেতাকর্মীদের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল চৌধুরী বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ গুরুত্বপূর্ণ আসনে আমার ওপর আস্থা রেখেছেন, সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতের ন্যায় এখনো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি।
অপর মনোনয়ন প্রত্যাশী হাজী আমিনুর রশিদ ইয়াসিন সম্পর্কে বলেন, তিনি আমার দলের সতীর্থ ভাই, তাদের প্রতি আমাদের কোনো রাগ ক্ষোভ অভিমান নেই। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে তারা কষ্ট পায়। আমরা সবাই জাতীয়তাবাদী পরিবারের অংশ। আমরা ধানের শীষের পক্ষে সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে চাই।
