Logo
Logo
×

সারাদেশ

ডেঙ্গুতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

ডেঙ্গুতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতীকী ছবি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মুসলেহ শাফী নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) ভোরে নগরীর ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

মুসলেহ শাফী নোবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০২৩-২৪ সেশনের ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার চৌধুরীপাড়ার কলেজ রোড এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে। 

পরিবার সূত্র জানায়, মুসলেহ শাফী গত দুই মাস ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তার জন্ডিস রোগ ধরা পড়ে। তারপর ডেঙ্গুতে আক্রান্ত হয়। বাসায় বেড রেস্ট থাকা অবস্থায় পরিস্থিতির উন্নতি হচ্ছিল না। পরে তাকে নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। দুই ভাই এক বোনের মধ্যে মুসলেহ শাফী সবার বড় ছিলেন।

মুসলেহ শাফীর সহপাঠী ওয়াসিফ আসিফ বলেন, শাফী ছিল পরিশ্রমী। এছাড়া সে ছিল মিশুক। সবার সঙ্গে অল্প সময়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারত। তার মৃত্যু আমাদের সবাইকে গভীর শোকে ফেলেছ।

বিশ্ববিদ্যালয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান বলেন, মুসলেহ একজন দায়িত্বশীল ও মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের জন্য এক বড় শূন্যতা। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ৩ হাজার ৭৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম