জনগণ নির্বাচনি উৎসব উদযাপন করতে ব্যাকুল হয়ে আছে: খন্দকার মারুফ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০২:২৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ধানের শীষের গণজোয়ার দেখে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ নির্বাচনি উৎসব উদযাপন করতে ব্যাকুল হয়ে আছে। গণপ্রতিরোধের মুখে সব ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার কুমিল্লা-১ আসনের দাউদকান্দি ও মেঘনা উপজেলায় র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে শুক্রবার কুমিল্লা-১ আসনের দাউদকান্দি ও মেঘনা উপজেলায় পৃথক দুটি বিশাল র্যালি করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিতে দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। তেমনিভাবে ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন প্রয়োজন চূড়ান্ত গণতন্ত্রের চর্চা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের জন্য অপরিহার্য। দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের উন্নয়ন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। তিনি গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এদিকে আগামী ১৮ নভেম্বর দাউদকান্দিতে অনুষ্ঠিতব্য বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে গণমিছিল সফল করার জন্য মারুফ ভিলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ড. খন্দকার মারুফ হোসেন এবং দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
