Logo
Logo
×

সারাদেশ

বিএনপির মনোনয়ন ঘোষণার পর চাঁদপুরে নির্বাচনী প্রচারণা তুঙ্গে

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

বিএনপির মনোনয়ন ঘোষণার পর চাঁদপুরে নির্বাচনী প্রচারণা তুঙ্গে

চাঁদপুরের-৫ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হয়েছে।

চাঁদপুরের-৫ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। কেবল চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির একজন প্রার্থীর পক্ষে অবরোধসহ নানা কর্মসূচি পালন ছাড়া পুরো জেলায় এখন নির্বাচনী আমেজ বইছে। দীর্ঘদিন পর নেতাকর্মীরাও এখন উচ্ছ্বসিত। 

চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।  তিনি নিজ উপজেলার উজানি মাদ্রাসায় মরহুম ক্বারি ইব্রাহীম (র.)-এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কাজ শুরু করেন। কচুয়ায় গেলে সেখানে তাকে শত শত নেতাকর্মী স্বাগত জানান।

মিলন বলেন, কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন ড. জালাল উদ্দিন। তিনি মতলবে আসার পর নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। তিনি তার আসনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বুধবার (৫ নভেম্বর) দুপুরে বাবার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মনোনয়ন ঘোষণার আগ থেকেই শেখ ফরিদ আহমেদ নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য নির্দেশনা দিয়ে আসছেন। তার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচরে তিনি অনেক আগে থেকেই জনসংযোগসহ কাজ করে যাচ্ছেন। এছাড়া এ আসনে দলীয় নেতাকর্মীরাও বেশ সংগঠিত হয়ে বিএনপির এ নেতার পক্ষে কাজ করছেন। 

তিনি বলেন, আল্লাহর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ মনোনয়ন আপনাদের। এই মনোনয়ন মানিকের নয়, এই মনোনয়ন চাঁদপুরবাসীর। জিয়াউর রহমানের আদর্শকে আমাদের ধারণ ও লালন করতে হবে।  জয় পরাজয় আপনাদের হাতে। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য লায়ন  মো. হারুনুর রশিদ। তিনি তার নিজ এলাকার বিভিন্ন স্থানে পথসভাসহ প্রচারণা চালাচ্ছেন। তার আগমনে এখাকার নেতাকর্মীরা উচ্ছ্বসিত।  তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান। 

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাহিরে আছেন। তিনি মনোনয়ন পেয়েছেন এমন ঘোষণায় উচ্ছ্বসিত তার অনুসারী নেতাকর্মীরা। 

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার ৫ আসনে কয়েক মাস আগেই মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন। এই দুই দলের প্রার্থীরা মাঠ পর্যায়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।  চাঁদপুর ৩ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া অনেক আগে থেকেই গণসংযোগসহ প্রচারণা চালিয়ে আসছেন। এছাড়া অন্যান্য ইসলামি দলের নেতা ও গণফোরাম নেতা অ্যাডভোকেট সেলিম আকবর নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।  

মূলত বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পরই জেলাজুড়ে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে  নির্বাচনী আমেজ পুরোদমে শুরু হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম