Logo
Logo
×

সারাদেশ

বিএনপি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

বিএনপি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সৈয়দপুর শহরের ১৪ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান তৌহিদি (৩৩) গ্রেফতার। ছবি: যুগান্তর

গভীর রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও সৈয়দপুর শহরের ১৪ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান তৌহিদি (৩৩) গ্রেফতার হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে সৈয়দপুর শহরের বাঁশবাড়ি মহল্লায় তার নিজ বাড়ি থেকে ওই নেতাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ইমরান তৌহিদি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় একজন এজাহারভুক্ত আসামি। পুলিশের এসআই মো. মনিরুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টার দিকে পুলিশ ইমরান তৌহিদির বাড়ি ঘিরে ফেলে। গ্রেফতার এড়াতে ইমরান বাড়ির ৩তলা থেকে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করেন। এতে তিনি সামান্য আহত হন। পরে আহত ইমরান তৌহিদিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। 

সৈয়দপুর থানার ওসি আ. ওয়াদুদ জানান, এজাহারভুক্ত আসামী ইমরান তৌহিদি পলাতক ছিলেন। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাকে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম