ডিসেম্বরজুড়ে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও এর আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। এ সময় বিভিন্ন সড়কে চলাচল করা যানবাহনগুলোকে হেডলাইড জ্বালিয়ে চলতে দেখা যায়।
এদিকে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস বাড়িয়ে দিচ্ছে শীতের প্রকোপ। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত বেশ অনুভূত হচ্ছে শীত। একই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সকালের হিমেল হাওয়া কনকনে শীতের বার্তা দিলেও সূর্য উঠার পর কমতে থাকে শীত।
মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আর সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসে আদ্রতা ছিল ৭৮ শতাংশ। তবে বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১২ থেকে ১৪ কিলোমিটার। গত সোমবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাল্কা কুয়াশার আবরণে মোড়ানো সকালে বইছে উত্তরের বাতাস। এরই মাঝে প্রয়োজনীয় কাজে বাসা থেকে বের হয়েছেন কিছু সংখ্যক মানুষ।
পঞ্চগড়ের তালমা এলাকার অটোভ্যান চালক কামাল হোসেন জানান, জীবিকার তাগিদেই প্রতিদিন অটো ভ্যান নিয়ে ভোরবেলায় বাসা থেকে বের হতে হয়। এ সময় খুব ঠাণ্ডা লাগে। শীতের কাপড় না পড়লে থাকা যায় না। আর সন্ধ্যার পর শীতবস্ত্র ছাড়া টেকাই মুশকিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ জানান, তেঁতুলিয়াসহ পঞ্চগড়ের পুরো এলাকায় দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। নভেম্বরের শেষদিকে এখানে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন শীতের তীব্রতা অনেক বেড়ে যাবে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও এর আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তখন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।
